ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পদ্মায় গোসল করতে নেমে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ১৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টায় কালুখালীর গংগানন্দপুর গ্রামের হিরু মোল্লার ঘাট এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সিয়াম শেখ (১৭)। সে ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া এলাকার সহিদুল ইসলামের পুত্র। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ জানায়, সকালে সিয়াম পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় তার বন্ধুরা নদীতে ফুটবল ফেলে দেয়। সিয়াম বলটি তুলতে গেলে নদীর পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সিয়ামের লাশটি উদ্ধার করে। 

কালুখালী উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্চ বাকিবিল্লাহ জানায়, আমরা এক যুবকের পানিতে ডুবে যাওয়ার সংবাদ পাই। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি